কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা, তার জেরে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। এই পরিস্থিতিতে সীমান্তে ঘনাচ্ছে সংঘাতের মেঘ। স্থানীয় স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীরা কি পড়াশোনা করতে যাবে না? বা গেলেও তারা কি নিরাপদে বাড়ি ফিরবে? এই পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া স্কুলগুলিতে চলছে জঙ্গি আক্রমণ আটকানোর প্রশিক্ষণ।