চাকরিহারারা যাতে স্কুলে কাজ চালিয়ে যেতে পারেন, আদালতের কাছে সেই অনুমতি চায় পর্ষদ। তা কার্যত মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের প্রভাবে কোনও ভাবে পড়ুয়ারা যেন বঞ্চিত না হন তাই আদালতের নির্দেশ, ৯-১২ ‘যোগ্য’ শিক্ষকছরা আপাতত স্কুলে যেতে পারবেন। গ্রুপ সি, গ্রুপ ডি অশিক্ষক কর্মীরা স্কুলে যেতে পারবেন না। তবে এসএসসিকে ৩১ মের মধ্যে নতুন নিয়োগের নির্দেশিকা দিতে হবে। নতুন নিয়োগের নির্দেশিকা-সহ হলফনামা দিয়ে ৩১ মের মধ্যে আদালতকে জানাতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।