নাইট ক্লাবের বাউন্সার থেকে ভ্যাটিকানের শীর্ষে। দীর্ঘতম এক সফর। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস শহরে জন্মগ্রহণ করেন হোর্হে মারিও বেরগোলিও। ১৯৯৮ সালে ওই শহরের আর্চবিশপ পদে নিযুক্ত হন। ফ্রান্সিস নাম ২০১৩ সালে পোপ হওয়ার পর। বরাবর গরিব, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর ধর্ম। শিশুদের উপর যৌন নির্যাতনের বিরুদ্ধে এক সময় সরব হন পোপ।