Durga Puja 2023

পুজো মানেই পুজোসংখ্যা নয়! ডিজিটাল যুগে ক্রমেই কি জৌলুস হারাচ্ছে পুজোর বই?

মোবাইল আসক্তিতেই পুজোসংখ্যায় মন নেই খুদে পাঠকদের। এমনটাই মত অভিভাবকের।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৯
Advertisement

পাড়ায় বাঁশ পড়লেই মন খুশিতে ভরে উঠত। কাঠামোয় মাটির প্রলেপ পড়তেই হাতে দিন গোনা শুরু হত। শরতের আকাশ, শিউলি ফুল ছাড়াও বাঙালির ঘরে পুজো আসত পুজোস‌ংখ্যার হাত ধরেও। পরিবারের খুদে থেকে বড়রা, অপেক্ষায় থাকতেন সকলেই। কাকাবাবু, মিতিন মাসি, ফেলুদাও সঙ্গী হতেন পুজো সফরে। পুজো আসার আগের ছবিটা বেশিরভাগ বা়ড়িতে একরকম ছিল। ডিজিটাল যুগ আর স্মার্ট ফোনের দৌলতে পুজোসংখ্যার এখন অবস্থা কী? এখনও পুজো সংখ্যা বাড়িতে আসে নাকি ই-বইয়ের দৌড়াত্ম্যে জৌলুস হারিয়েছে, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement