Smart Meter

স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, বিদ্যুৎ দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ

গ্রামবাসী এবং জমি কমিটির দাবি, কোনও স্মার্ট মিটার বসানো যাবে না। আগের যে মিটার রয়েছে, তা-ই রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ভাঙড়  শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩১
Advertisement

স্মার্ট মিটার বসানো নিয়ে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের মাছিভাঙা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় স্মার্ট মিটার বসাতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তা বসাতে বাধা দেন স্থানীয়েরা। তৈরি হয় উত্তেজনা। কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন মাছভাঙা গ্রামের বাসিন্দা-সহ জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির সদস্যেরা। মিটার ভেঙে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। বিদ্যুৎ দফতরের কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়। যদিও গ্রামবাসী এবং জমি কমিটির দাবি, কোনও স্মার্ট মিটার বসানো যাবে না। আগের যে মিটার রয়েছে, তা-ই রাখতে হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement