বাংলাদেশে বর্ষবরণের সঙ্গে পান্তার দীর্ঘ দিনের সম্পর্ক। পান্তার সঙ্গে ইলিশ। শুধু ও’পার বাংলাই নয়। এ’পারেও পান্তার চল রয়েছে। আসলে পান্তাভাতের কোনও গরিব-বড়লোক ভেদ নেই। আর্য-অনার্য নেই। মার্ক্সীয় পরিভাষায় শ্রেণিহীন।
আনুষঙ্গিক উপকরণের সঙ্গে বদলে যায় পান্তার কদর। কারও পাতে শুধুই পেঁয়াজ, লঙ্কা। কারও পছন্দ আবার নানা রকম ভর্তা আর কুচো মাছভাজা।