দলা হবে। বিহার থেকে বিশ্বকে বার্তা নরেন্দ্র মোদীর। কাশ্মীরে লশকরের ছায়া সংগঠন টিআরএফ-এর হামলার পর ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। অমিত শাহ, রাজনাথ সিংহ, এস জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে আলোচনার পরই নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত— কথা বলার দিন শেষ, এ বার কথা হবে কাজে। পাকিস্তানকে সব থেকে শক্তিশালী অস্ত্র দিয়ে আঘাত করল ভারত। ভারতের এই ভাতে মারার সিদ্ধান্তের পর কী করবে পাকিস্তান? উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তি বাতিল করার দুঃসাহস কি দেখাবেন শাহবাজ শরিফ?