টিআরএফ লশকরের ছায়া সংগঠন। ২০১৯ সালে তিনশো সত্তর ধারা বাতিলের পর যে জঙ্গি সংগঠনের জন্ম। নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ২০২৩ সালে টিআরএফ বা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। কিন্তু তারপরেও নাশকতা ঠেকানো যায়নি। যার জ্বলন্ত উদাহরণ পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নক্কারজনক হামলা। কাশ্মীরের জঙ্গি নাশকতার ইতিহাসে যা নজিরবিহীন।
বিশ্বের মধ্যে জম্মু-কাশ্মীর হচ্ছে সেই জায়গা, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকে। সর্বোচ্চ ৭ লক্ষের কাছাকাছি। তার পরেও কেন এই নাশকতা এড়ানো গেল না? গোয়েন্দা ব্যর্থতা? সমন্বয়ের অভাব?