বুথফেরত সমীক্ষাকে কেন্দ্র করে জোর আলোচনা চলেছে গত দু’দিন ধরে। কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী স্পষ্ট জানিয়েছেন, বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে। জনমানসে কতটা প্রভাব ফেলেছে এই বুথফেরত সমীক্ষা? প্রথম দফার আলোচনায় সকাল ৭টা থেকে আনন্দবাজার অনলাইনের স্টুডিয়োয় সুপর্ণ মৈত্র, সাবির আহমেদ, ফুয়াদ হালিম ও নারায়ণ বন্দ্যোপাধ্যায়।