Lok Sabha Elections

‘বৃষ্টি-ভয়’ উপেক্ষা করে চলল শেষ দফা নির্বাচনের প্রস্তুতি ডিসিআরসিতে

লোকসভা নির্বাচনের ফাইনাল কাউন্টডাউন। কলকাতার ডিসিআরসিগুলিতে ভোটকর্মীদের ব্যস্ততা দেখার মতো। যদিও সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি চলায় কিছুটা দেরিতে শুরু হয়েছে ভোট সরঞ্জাম দেওয়ার কাজ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৭:৪১
Advertisement

সপ্তম দফায় এ রাজ্যের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত ও যাদবপুর কেন্দ্রে নির্বাচন। নির্বাচনের আগে ডিসিআরসিগুলিতে ব্যস্ততা তুঙ্গে। বাংলায় নির্বাচনের সময় বিক্ষিপ্ত অশান্তির আশঙ্কা করেন অনেক ভোটকর্মী। তবে ভোটের সময়ে এই অশান্তি এড়াতে প্রায় দু’হাজারের উপর পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রায় সবক’টি বুথেই মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই আশা ভোটকর্মীদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement