Lok Sabha Election 2024

কেউ ২৩৮, কেউ ৩২বার পরাজিত, এই তালিকায় রয়েছে বাংলাও, ১ জুনের ‘পরাজিত’ প্রার্থী কে জানেন?

তামিলনাড়ুর কে পদ্মরাজন, রাজস্থানের তিতার সিংহ, ওড়িশার শ্যামবাবু সুবুধির সঙ্গে বারাসতের সঞ্জীব চট্টোপাধ্যায়ের মিল কোথায়, জানেন?

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৬:১৩
Advertisement

এঁরা বার বার নির্বাচনে দাঁড়ান। হেরে যান। ফের নির্বাচনে দাঁড়ান। ভোটে দাঁড়ানো এদের কাছে যেন নেশা। প্রতিপক্ষ কে, কিছু আসে-যায় না। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এমন ‘পরাজিত’ প্রার্থীর সংখ্যা কম নয়। বাংলাতে এ নজির কম থাকলেও, আছে তো বটেই। তবে বার বার হেরেও যারা জিতে হ্যাটট্রিক করেছেন, এমন নজিরও বর্তমান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। ২০১১ থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন। পরপর তিনবার বিধানসভা নির্বাচনে হেরেছেন। তা-ও একই প্রার্থীর কাছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, গত তিনবারের বিধানসভায় যে হারে সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে, তাতে এবার কি মুখরক্ষা হবে তাঁর?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement