দশ বছর আগেই বিপদের ইঙ্গিত,৫০ ফুটের উচ্চতা পেরিয়ে ধসের আশঙ্কা ধাপার জঞ্জাল পাহাড়ে
২০১৫ সালে কলকাতা পুরসভা শেষবার সমীক্ষা করে। তখনই ধাপা ৫০ ফুটের বিপজ্জনক উচ্চতা অতিক্রম করেছিল। বাড়তি বর্জ্য গ্রহণের ক্ষমতা তখনই শেষ। এর পর কেটে গিয়েছে প্রায় দশ বছর। এখন আরও ভয়াবহ পরিস্থিতি ধাপার ।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১১:৪৬
Advertisement
ধাপাতে ধসের ঘটনার নজির আছে। এক দশক আগের কথা। ২০১৩-এর জুলাই। দুর্ঘটনার কারণে ধসে চাপা পড়েন অনেকে। কলকাতা পুরসভা এলাকা থেকে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ গাড়ি বর্জ্য আসে ধাপায়। কলকাতার বাইরে থেকে আসে প্রতিদিন ১০০ গাড়ি। এই চাপ সামাল দিতে পারবে তো ধাপা?