ICC ODI World Cup 2023

টসে জিতে ফিল্ডিং নিল ইংল্যান্ড, বিশ্বকাপে প্রথম বার প্রথমে ব্যাট ভারতের

লখনউয়ে একই দল নিয়ে মাঠে নামল ভারত। নেই রবিচন্দ্রন অশ্বিন। খেলছেন মহম্মদ শামি।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৪:১৭
Advertisement

পাঁচে পাঁচ। হাতে ছাঁকা ১০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি বিশ্বকাপ আয়োজক ভারত। স্বাভাবিক কারণেই বিশ্বকাপ জয়ী ব্রিটিশ দলের সামনে খাতায় কলমে এগিয়ে ভারতীয় একাদশ। তার অন্যতম কারণ, চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্স। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ব্রিটিশ দল। হারতে হয়েছে নেদারল্যান্ডস, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের কাছে। হেরে পয়েন্ট হাতছাড়া হয়েছে জস বাটলারদের। এখনও পর্যন্ত তাঁদের একমাত্র জয় এসেছে শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে। এ দিকে ঘরের মাঠে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত। এমনকি বরাবরের কিউউ কাঁটাও এ বার আর বাঁধা হয়নি। লক্ষ্য তাড়া করে সফল ভারত। লখনউয়ে প্রথমবার প্রথমে ব্যাটিং, সেমিফাইনালের আগে নিজেদের শক্তিসমর্থ পরখ করে নেওয়ার আরও একটি সুযোগ পেল টিম ইন্ডিয়া।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement