চুলের গুটি বিক্রির হাট। সোমবার আর বৃহস্পতিবার হাট বসে। সেখানেই চুলের বিকিকিনি। এক কেজি চুলের দাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা। বিগত চল্লিশ-পঞ্চাশ বছর ধরে এটাই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের পরিচিত ছবি। চণ্ডীপুরের সঙ্গে এই ব্যবসায় নাম জড়িয়েছে ভগবানপুরের। এই দুই এলাকার প্রায় ৯০ শতাংশ বাসিন্দাই চুলের ব্যবসা থেকে রোজগার করেন।