‘ইন্ডিয়া’ জোটকে কেন্দ্র করে প্রথম থেকেই বিতর্ক তুঙ্গে। বিজেপি-র কটাক্ষ উপেক্ষা করে ‘ইন্ডিয়া’ জোটের তরফে অনেক কিছুই দাবি করা হয়েছে। যদিও বুথফেরত সমীক্ষাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সকাল ৯টা থেকে আনন্দবাজার অনলাইনের স্টুডিয়োয় আলোচনায় সুপর্ণ মৈত্র, সাবির আহমেদ, অরিত্র দত্ত বণিক ও নারায়ণ বন্দ্যোপাধ্যায়।