দুধ সাদা লোমশ বা ডায়ার উল্ফ— এই নেকড়ে নিয়ে সারা বিশ্ব হইচই। ‘গেম অফ থ্রোন্স-এর দর্শকেরা যদিও একে আগেই চিনতেন। প্রস্তর যুগে, মানে দশ থেকে বারো হাজার বছর আগে হারিয়ে যাওয়া প্রাণীই নাকি ফিরে এসেছে। কিন্তু এ সব তো সায়েন্স ফিকশনে হয়! সিনেমায় দেখা যায়। বাস্তবে কী ভাবে হল এই অসাধ্য সাধন?
ডায়ার উল্ফের বৈজ্ঞানিক নাম ‘অ্যায়োনোসিয়ন ডায়রাস’। ১২ হাজার বছর আগে যারা আমেরিকায় দাপিয়ে বেড়াত, তার পর ধীরে ধীরে তারা বিলুপ্তির পথে। সেটিকেই ফিরিয়ে এনেছে আমেরিকার বায়োটেক সংস্থা ‘কলোসাল বায়োসায়েন্সেস’। বলা হচ্ছে এটাই বিশ্বের প্রথম ‘ডি-এক্সটিঙ্কশন’। পরীক্ষাগারে জন্মেছে দুধ সাদা নেকড়ের তিনটে শাবক। কিন্তু বিজ্ঞান কি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে সত্যিই ফেরাতে পারে? ডায়ার উল্ফ তারই প্রমাণ।