Dakshineshwar School News

দক্ষিণেশ্বরের স্কুলে তাণ্ডব অভিভাবকদের! ভাইরাল ভিডিয়ো

কম উপস্থিতির কারণে একাদশ শ্রেণির ছ’জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
দক্ষিণেশ্বর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১৭:০৯
Advertisement

কম উপস্থিতির কারণে ছ’জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসার অনুমতি না দেওয়ায় স্কুলের মধ্যে তাণ্ডব অভিভাবকদের। সোমবার কামারহাটির দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, কম উপস্থিতির কারণে স্কুল কর্তৃপক্ষের তরফে একাদশ শ্রেণির ছ’জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, এর পরই ওই ছয় ছাত্রীর অভিভাবকেরা স্কুলের ভিতরে ঢুকে শিক্ষিকাদের হুমকি দেন। পরীক্ষায় বসতে না দেওয়া হলে স্কুলের গেটে দাঁড়িয়ে আত্মহত্যা করার হুমকিও দেন এক ছাত্রী। এর পাশাপাশি, স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে তাণ্ডব চালানোরও অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে। স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকার চেয়ারে বসে প্রধান শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই অভিভাবকদের বিরুদ্ধে। সেই ভিডিয়ো ইতমধ্যেই প্রকাশ্যে এসেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। মঙ্গলবার ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে, স্কুলের মধ্যে আত্মঘাতী হওয়ার হুমকি দিতেও দেখা গিয়েছে ওই পড়ুয়াদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement