Lok Sabha Election 2024

ঠিক যেন সিনেমা, বাবার অপমানের শোধ নিতেই ভোটে দাঁড়ালেন ছেলে, দেব-হিরণের প্রতিপক্ষ কে?

ঘাটাল লোকসভা কেন্দ্র। দেব-হিরণের মতো তারকা প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়েছেন এক লরিচালক। আত্মবিশ্বাস নাকি দুঃসাহসই পুঁজি এই নির্দল প্রার্থীর

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
পশ্চিম মেদিনীপুর শেষ আপডেট: ২১ মে ২০২৪ ১৫:৫৫
Advertisement

‘সিনেমায় যেমন হয়’। বাবাকে অপমান করেছিল পুলিশ। আর সেই অপমানের ‘বদলা’ নিতেই লোকসভার প্রার্থী হলেন ছেলে। লরিচালকদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদে সাংসদ হতে চান মেদিনীপুরের বাসিন্দা পেশায় ট্রাক ড্রাইভার সাহেব চৌধুরী। আর তাই-ই দাঁড়িয়ে পড়লেন দেব- হিরণের বিরুদ্ধে। যদিও নিজে সলমন খানের একনিষ্ঠ ভক্ত। তাই ‘বিয়িং হিউম্যান’ মজ্জায়-মজ্জায়। কিন্তু রাজনীতির ময়দানে তো আর রিটেক হয় না। ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। লোকবল, প্রচারবিহীন সাহেব কি আদৌ সিনেমার মতো হিরো হতে পারবেন? নাকি সল্লু ভাইয়ের ‘তেরে নাম’-এর মতো ট্রাজিক পরিণতি হবে তাঁর? আত্মবিশ্বাসে যদিও ‘দাবাং’ নির্দল সাহেব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement