‘বিপ্লব স্পন্দিত বুকে’ লেনিন হওয়ার স্বপ্ন ছিল। ঘটনার ঘূর্ণিপাকে বিজেপির প্রার্থী? গান্ধী না গডসে— উত্তর পেলেন? পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল? এক কালে এসএসসি-র আইনজীবী হওয়ার কারণে কি শিক্ষা দুর্নীতি মামলা থেকে অব্যাহতি নেওয়া উচিত ছিল না? সাংসদ হলে প্রথম কী করবেন? নিজেকে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে দেখেন? আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানার ‘মুখোমুখি’ তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।