Convocation

স্থায়ী উপাচার্য না থাকায় সমাবর্তনে দেওয়া শংসাপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন

প্রাক্তন উপাচার্যদের দাবি বৈরিতা করে নয়, রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির সমস্যার সমাধান হোক।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৮:৫৪
Advertisement

অন্তর্বর্তী উপাচার্যদের হাত বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠক ডাকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষা দফতরের কড়া চিঠি পৌঁছেছে দুই বিশ্ববিদ্যালয়ে। স্থায়ী উপাচার্য না থাকায় এবার সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া শংসাপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন তুললেন প্রাক্তন উপাচার্যেরা। সম্প্রতি দেখা গেছে, একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া শংসাপত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই রয়েছে। তা নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন উপাচার্যেরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্র বলেন, ‘‘আইন অনুযায়ী উপাচার্যের সই করার কথা শংসাপত্রে। স্থায়ী উপাচার্য না থাকায় শংসাপত্রে সই করছেন রেজিস্ট্রার। ভবিষ্যতে এই শংসাপত্র নিয়ে সমস্যায় পড়বেন না তো ছাত্রছাত্রীরা?’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement