Dengue

কোথায় ডেঙ্গির আঁতুড়ঘর, পুরসভার অভিযানে ডেপুটি মেয়র অতীন ঘোষ

বিভাগীয় আধিকারিকদের কাজের ধরন দেখে ক্ষুব্ধ অতীন ঘোষ। সাংবাদিকদের সামনেই ক্ষোভ উগরে দিলেন তিনি।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৩
Advertisement

রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শনে নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান তিনি। শুক্রবার সকালে প্রথমে কলকাতা মেডিকেল কলেজ পরিদর্শন করেন অতীন ঘোষ। মেডিকেল কলেজ চত্ত্বরে পড়ে থাকা আবর্জনা, জমা জলে পাওয়া যায় মশার লার্ভাও। আর এতেই নিজের বিভাগীয় আধিকারিকের ওপর রাগে ফেটে পড়েন ডেপুটি মেয়র। কেন সুপারকে বারবার নোটিশ দেওয়া হয়েছে! কেন আধিকারিক নিজে ঘুরে দেখেননি হাসপাতালের অবস্থা? সে নিয়েও প্রশ্ন তোলেন অতীন। মেডিকেল কলেজের পাশাপাশি কলেজ স্ট্রীটের বর্ণপরিচয় মার্কেট চত্ত্বরও ঘুরে দেখেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement