Cyclone Remal

আয়লার মতো শক্তি! লণ্ডভণ্ড করে দিতে পারে উপকূল, ‘রেমাল’ নিয়ে কী বলল হাওয়া অফিস?

বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমালের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ২০:০০
Advertisement

‘রেমাল’—আরবি ভাষায় যার অর্থ বালি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যে গভীর নিম্নচাপ, তা রবিবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহবিদেরা। এই ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’ রেখেছে ওমান। গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ‘রেমাল’ উপকূলে আছড়ে পড়বে রবিবার মধ্যরাতে। বাংলাদেশের খেপুপাড়া হয়ে পশ্চিমবঙ্গের সাগরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। প্রাক বর্ষায় এটিই প্রথম ঘূর্ণিঝড়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement