Minakshi Mukherjee

কেন্দ্রীয় কমিটিতে মিনাক্ষী, সিপিএমে রকেট গতিতে উত্থান বাংলার যুবনেত্রীর

সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অঞ্জু কর, রেখা গোস্বামী এবং অমিয় পাত্রের মতো নেতারা কেন্দ্রীয় কমিটি থেকে বিদায় নিয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২২:১০
Advertisement

মিনাক্ষী মুখোপাধ্যায়ই মুখ। আগামীর ভবিষ্যৎ। সিলমোহর পড়ল সিপিএমের সদ্য সমাপ্ত সর্বভারতীয় দলীয় কংগ্রেসে। তামিলনাড়ুর মাদুরাইয়ে ৫ দিনের পার্টি কংগ্রেস শেষ। রবিবার ৮৫ জনের কেন্দ্রীয় কমিটি এবং ১৮ জন পলিটব্যুরো সদস্যের নাম ঘোষিত হয়েছে। নতুন সম্পাদক হয়েছেন এমএ বেবি। তাঁর অধিনায়কত্বে সর্বভারতীয় স্তরে সিপিএমের যে নেতা নেত্রীরা কাজ করবেন তার মধ্যে রয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায়। কেন্দ্রীয় কমিটিতে বাংলার নতুন পাঁচ কমরেডের মধ্যে এক জন তিনি।

Advertisement

চল্লিশ পেরতে না পেরতেই কেন্দ্রীয় কমিটির সদস্য! অতীতে যুব নেতা হিসাবে প্রয়াত মানব মুখোপাধ্যায়ের উত্থানকেও পিছনে ফেলে দিয়েছেন বর্তমান ডিওয়াইএফআই নেত্রী। পার্টি কনফারেন্সের শুরুর দিনই তাঁকে স্টিয়ারিং কমিটিতে রেখে প্রকাশ কারাত বুঝিয়ে দেন, মিনাক্ষীই আগামী দিনের নেত্রী। তাঁকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হবে। আর হলও তাই। এত অল্প বয়সে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার নজির সিপিএমে খুব একটা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement