Chittaranjan Park Fish Market

মন্দির লাগোয়া মাছবাজার নিয়ে বিতর্ক দিল্লিতে, এ দিকে কালীর ভোগে মাছ দেওয়া বাঙালি মানবে কি?

মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে, তাই মাছ বাজার বন্ধের হুঁশিয়ারি দিল্লির চিত্তরঞ্জন পার্কে। বাজার লাগোয়া কালী মন্দির। এদিকে সেই কালীর ভোগেই মাছ দেওয়া হয় বলে দাবি মাছ প্রিয় বাঙালির ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৪:১৫
Advertisement

বাঙালির সঙ্গে মাছের সম্পর্ক প্রাচীন। মুকুন্দরাম চক্রবর্তী ১৫৫০ সালে চন্ডীমঙ্গলে মাছ রান্নার বর্ণনা করেছিলেন ঠিক এমন ভাবেই। ‘মাছে ভাতে বাঙালি’ একথা বাঙালির কাছে চিরন্তন। মাছ খায় না এমন বাঙালির জুড়ি মেলা ভার। প্রতিদিনের পাতে একটা মাছের পদ চাইই চাই। মাছকে শুধু খাবার ভাবাই নয়, মাছকে শুভ মনে করেন অনেকেই। যে কোনও অনুষ্ঠানে, পুজোতে মাছের পদ থাকে। এমন মাছ-ভাতে বাঙালি কী ভাবে দেখছে দিল্লির চিত্তরঞ্জন পার্কের মাছ বাজারের ঘটনা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement