কেদারনাথ মন্দিরের দ্বার খুলেই সূচনা চারধাম যাত্রার, প্রতীক্ষায় ভক্তেরা
শুরু হতে চলেছে চারধাম যাত্রা। ১০ মে, শুক্রবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন ভক্তরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ২০:৪৭
Advertisement
প্রথা মেনে প্রত্যেক বছরের মত এ বারেও শুরু হতে চলেছে চারধাম যাত্রা। ১০ মে, শুক্রবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। সে দিন থেকেই পুরোদমে চলবে এই যাত্রা। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ফুলে, মালায় সেজে উঠছে মন্দির।