দিল্লিবাড়ির লড়াইয়ে প্রথম বার কলকাতা উত্তরের প্রচারে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে বিজেপি শিবিরে উত্তেজনা তুঙ্গে। আগেই ঠিক হয়েছিল, কলকাতায় প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচিকে রঙিন চেহারা দেওয়া হবে। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে। দুপুর তিনটে পর্যন্ত বন্ধ বিধান সরণি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এসপিজি এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে। উত্তরের বাসিন্দারা কী বলছেন? তাঁদের পাড়ার প্রধানমন্ত্রীর পদচারণায় কতটা উৎসুক তাঁরা?