Sourav Ganguly

দাদার ‘দাদাগিরি’, পুজোর কলকাতায় ফিরল লর্ডসের স্মৃতি

গড়িয়া মিতালি সঙ্ঘের ৮২ বছরের পুজোতে চমক। লর্ডসের ব্যালকনির আদলে তৈরি হল অস্থায়ী ব্যালকনি। সৌরভ সেখানে এলেন, হাত নাড়লেন, ওড়ালেন জাতীয় পতাকা। আনুষ্ঠানিক উদ্বোধন হল মণ্ডপের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৯
Advertisement

দু’দশক পর লর্ডসের স্মৃতি ফিরল কলকাতায়। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ঐতিহাসিক মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় যে ব্যালকনি থেকে জার্সি উড়িয়ে উদ্ধত ব্রিটিশদের জবাব দিয়েছিলেন, সেই ‘মঞ্চ’ তৈরি করল গড়িয়ার মিতালি সঙ্ঘ। একেবারে হুবহু লর্ডসের ব্যালকনি। সেখানে দাঁড়িয়ে হাত নাড়লেন মহারাজ, ওড়ালেন জাতীয় পতাকা — এটাই গড়িয়ার মিতালি সঙ্ঘের এবারের চমক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement