১১ মার্চ কোয়েটা থেকে পেশোয়ারগামী জ়াফর এক্সপ্রেস অপহরণ ও পণবন্দি করা। মূলত পাক সেনা আধিকারিক ও জওয়ানেরাই ওই ট্রেনের যাত্রী। ১৬ মার্চ পাক সেনা কনভয়ে আত্মঘাতী হামলা। এক সপ্তাহে দু’বার পাক সেনার উপর হামলা বালোচ বিদ্রোহীদের। কী উদ্দেশ্য? চিন ও ইসলামাবাদকে দূরে রাখা? না স্বাধীন বালোচ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই? স্বাধীন বালোচিস্তান প্রতিষ্ঠা আদৌ সম্ভব?