Sawon Chakraborty Interview

রাজনৈতিক ছবি যিনি তৈরি করছেন, তাঁর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হওয়া দরকার: সাওন

মৃণাল সেনের প্রতি অঞ্জন দত্তর শ্রদ্ধার্ঘ্য 'চালচিত্র এখন'। সাওন চক্রবর্তী অভিনয় করেছেন অঞ্জন দত্তর চরিত্রে। তাঁর অভিজ্ঞতা, শুটিংয়ের নেপথ্য গল্প, অঞ্জন দত্তর সঙ্গে তর্ক থেকে মৃণাল সেনের সঙ্গে আত্মিক যোগাযোগ, আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় উঠে এল সে সব প্রসঙ্গ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৬:১৩
Advertisement

কোচবিহারে জন্ম,ছোটবেলা কেটেছিল সেখানেই। তিস্তার পাড়ে বেড়ে ওঠা ছেলেটি অনেক স্বপ্ন নিয়ে এসেছিল কলকাতায়। থিয়েটার করতেন নিয়মিত, এরপর শহরে এসে পিএইচডি করেন। পা রাখেন অভিনয় জগতে। ধারাবাহিক, ছবি, ওয়েব সিরিজ মিলিয়ে এখন মানুষ ধীরে-ধীরে তাঁর মুখও চিনছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'চালচিত্র এখন'-এর সুবাদে এখন তাঁকে 'জুনিয়র অঞ্জন দত্ত' বলেও ডাকছেন অনেকে। তিনি সাওন চক্রবর্তী। কেমন ছিল তাঁর পথ চলা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement