Rachana Banerjee

লোকাল ট্রেনে চড়লেন রচনা, যাত্রীদের আবদারে তুললেন সেলফি, চলল গল্পগুজব

টিকিট কেটে লোকাল ট্রেনে চড়ে প্রচার সারলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে কথা বলেন রচনা। ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে চলে গল্পগুজব। মেটালেন সেলফি আবদারও।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৭:৩২
Advertisement

ভোটের প্রচারে কোনো জায়গাই বাদ রাখছেন না হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন চন্দননগর স্টেশনে। দেখা করেন নিত্যযাত্রীদের সঙ্গে। টিকিট কেটে লোকাল ট্রেনে চড়লেন রচনা। সঙ্গী চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা। ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়া চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে কথা বলেন রচনা। ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে চলে গল্পগুজব। অনেকের আবদার মেটালেন সেলফি তুলেও। প্রচারের ফাঁকে রচনা বলেন, “আমি রোড শো করে প্রচার করি, কিন্তু যাঁরা চাকরির জন্য রোজ ট্রেনে চেপে বাইরে যাচ্ছেন তাঁদের সঙ্গে দেখা করতেই আমি ট্রেনে প্রচার করছি।”ভেন্ডারদের কামরাতেও গিয়েছিলেন রচনা। তাঁদের সঙ্গেও কথা বলেন। হাতে বহুদিন পরে লোকাল ট্রেনের টিকিট পেয়ে উচ্ছ্বসিত তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement