Aditi Rao Hydari

অদিতির ‘গজগামিনী’ বিতর্ক, চলন ভঙ্গিতে ‘কামসূত্র’ যোগ, কী মত শিল্পীদের?

নেটদুনিয়া তোলপাড় অদিতি রাও হায়দরির ঠুমকায়। তাঁর অভিব্যক্তি, শরীরী ভাঁজ নিয়ে বিতর্ক অব্যাহত। এই হাঁটা আসলে কী? ইতিহাস কী বলছে? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৫:২১
Advertisement

‘গজগামিনী’ চলন বারবার ফিরে এসেছে পর্দায়। ‘মুঘল-এ-আজ়ম’ ছবিতে মধুবালা থেকে মকবুল ফিদা হুসেনের ‘গজগামিনী’তে মাধুরী দীক্ষিত এই ভঙ্গিমা তুলে ধরেছেন। ‘বাজিরাও মস্তানি’তে দীপিকা পাড়ুকোনকে দিয়েও ‘মোহে রং দো লাল’ গানে এই চলন ব্যবহার করেছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। ‘হীরামান্ডি’-র মাধ্যমে পরিচালক তাঁর ওয়েব দুনিয়ায় অভিষেকের ক্ষেত্রেও বিশেষ ছাপ রাখতে পারলেন অদিতি রাও হায়দরির চলনের সৌজন্যে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement