Abhishek at Rajbhaban

৩০ জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে ঢুকলেন অভিষেক, রাজ্যপালের সামনে দু’টি প্রশ্ন তাঁর

বিকেল ৪টের সময় তাঁদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে এই বৈঠকের জন্য গত পাঁচ দিন ধরে ধর্নায় বসেছেন অভিষেক।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৬:০৮
Advertisement

৩০ জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে বৈঠক করতে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের সময় তাঁদের সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে যাওয়ার আগে অভিষেক জানান, তাঁরা চেয়েছিলেন সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকুক। কিন্তু রাজভবন থেকে সংবাদমাধ্যমকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে, বৈঠকে কেউ মোবাইল ফোন নিয়েও ঢুকতে পারবেন না। অভিষেক ধর্নার শুরু থেকেই জানিয়ে আসছেন, রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর সামনে তিনি দু’টি প্রশ্ন রাখতে চান। এক, এই ২০ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করেছেন কি না। দুই, যদি করে থাকেন, তা হলে কোন আইনের কোন ধারায় তাঁদের টাকা দীর্ঘ দিন ধরে আটকে রাখা হয়েছে? রাজ্যপালের মাধ্যমে এই প্রশ্নগুলি তিনি কেন্দ্রীয় সরকারের কাছেও পৌঁছে দিতে চান বলে জানিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement