Pahalgam Terror Attack

লশকরের ছায়া টিআরএফ, সঙ্গে জইশ! পহেলগাঁও জঙ্গিহানার নেপথ্যে কি ২৬/১১-এর মুম্বই হানার মাস্টারমাইন্ড?

গোয়েন্দারা মনে করছেন পহেলগাঁওয়ের ভয়াবহ নাশকতার পিছনে সইফুল্লা খালিদ কাসুরির ভূমিকা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১২:০০
Advertisement

গোয়েন্দাদের অনুমান, পহেলগাঁও হামলায় যোগ থাকা ২ জন জঙ্গি কুলগামের বিজবেহারা ও ঠোকেরপুরার বাসিন্দা। দু’জনেই ২০১৭ সালে পাকিস্তান যায়। একটি সর্ব ভারতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, পাকিস্তানে দু’জনের প্রশিক্ষণ হয়। প্রাথমিক তদন্তে জঙ্গি হানার নেপথ্যে লশকরের সঙ্গে জইশ-এ-মহম্মদেরও হাত দেখতে পাচ্ছেন গোয়েন্দারা। তাঁরা মনে করছেন পহেলগাঁওয়ের ভয়াবহ নাশকতার পিছনে সইফুল্লা খালিদ কাসুরির ভূমিকা রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement