গোয়েন্দাদের অনুমান, পহেলগাঁও হামলায় যোগ থাকা ২ জন জঙ্গি কুলগামের বিজবেহারা ও ঠোকেরপুরার বাসিন্দা। দু’জনেই ২০১৭ সালে পাকিস্তান যায়। একটি সর্ব ভারতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, পাকিস্তানে দু’জনের প্রশিক্ষণ হয়। প্রাথমিক তদন্তে জঙ্গি হানার নেপথ্যে লশকরের সঙ্গে জইশ-এ-মহম্মদেরও হাত দেখতে পাচ্ছেন গোয়েন্দারা। তাঁরা মনে করছেন পহেলগাঁওয়ের ভয়াবহ নাশকতার পিছনে সইফুল্লা খালিদ কাসুরির ভূমিকা রয়েছে।