বড়দিনের আগেই মুখবদল

সামনেই বড়দিন। কেক-পেস্ট্রির সঙ্গে পাল্লা দিয়ে চলবে খাওয়া-দাওয়া। রুটিনমাফিক একঘেয়ে আয়োজন বদলে খাবার টেবিলে হাজির হবে নতুন আইটেমের। এ বারে আপনার রান্নাঘরে তাই কাশ্মীরি পোলাও এবং ভাপা মুর্গ মশালার হদিশ দিলেন সঞ্চিতা মহান্তি এবং দীপান্বিতা কর্মকার।সামনেই বড়দিন। কেক-পেস্ট্রির সঙ্গে পাল্লা দিয়ে চলবে খাওয়া-দাওয়া। রুটিনমাফিক একঘেয়ে আয়োজন বদলে খাবার টেবিলে হাজির হবে নতুন আইটেমের। এ বারে আপনার রান্নাঘরে তাই কাশ্মীরি পোলাও এবং ভাপা মুর্গ মশালার হদিশ দিলেন সঞ্চিতা মহান্তি এবং দীপান্বিতা কর্মকার।

Advertisement
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০০:০০

ভাপা মুর্গ মশালা

Advertisement

উপকরণ

একটা গোটা চিকেন বা ৬টি লেগ পিস • লেবুর রস ১/২ চা-চামচ • নুন • হলুদ • চিনি ১/২ চা-চামচ
• পেঁয়াজ বাটা ২টো • কাঁচালঙ্কা ৩টি • গরমমশলা গুঁড়ো • তেল • আদা বাটা • রসুন বাটা

প্রণালী

• চিকেনের টুকরোগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

• এ বার ওই পাত্রের মধ্যে লেবুর রস দিন।

• পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য চিনি, পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিন।

• এর পর এতে কাঁচালঙ্কা এবং গরমমশলা গুঁড়ো দিন।

• তেল দিয়ে ২ ঘণ্টা মতো ম্যারিনেট করে রেখে দিন।

• এ বার একটি পাত্রে সামান্য তেল গরম করুন।

• এর পর ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিন।

• তার পর মাঝে মাঝে নাড়তে থাকুন।

• সেদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

কাশ্মীরি পোলাও

উপকরণ

বাসমতি চাল • কাজু বাদাম • কিসমিস • দুধ • খোয়া ক্ষীর • তেজপাতা • শুক্ন লঙ্কা • লবঙ্গ
• দারুচিনি • ছোট এলাচ • ঘি • চেরি • বেদানা • নুন • চিনি • স্যাফ্রন রং • সামান্য গরম জল

প্রণালী

• একটা পাত্রে ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারুচিনি এবং ছোট এলাচ দিয়ে ফোড়ন দিন।

• এর পর জল ঝরানো বাসমতি চাল পাত্রে দিন।

• পরিমান মতো নুন, চিনি দিয়ে একটু নেড়ে নিন।

• এর সঙ্গে কাজু বাদাম, কিসমিস, খোয়া ক্ষীর, দুধে গোলা স্যাফ্রন রং এবং গরম জল দিয়ে কিছু ক্ষণ ফুটতে দিন।

• চাল সেদ্ধ হয়ে গেলেই তৈরি কাশ্মীরি পোলাও।

• এর পর ওই পোলাও-এর উপর চেরি, বেদানার দানা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ভাপা মুর্গ মশালা

কাশ্মীরি পোলাও

সঞ্চিতা মহান্তি,
টরেন্টো

দীপান্বিতা কর্মকার,
বেঙ্গালুরু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement