Free Visa travel

ভিসার জটিলতা নেই, সহজেই ঘুরে আসতে পারেন, রইল এমন ৫টি গন্তব্যের হদিস

ভিসার জটিলতা এবং খরচের জন্য অনেক সময়েই বিদেশ ভ্রমণে সমস্যা হতে পারে। বিনামূল্যে অথবা ভিসা ছাড়াই ঘুরে আসা যায়, এ রকম গন্তব্যও রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৪৫
Visa free travel destination for Indian passport holders in 2025

ভারতীয়দের জন্য বেশ কয়েকটি দেশ বিনামূল্যে ভিসা প্রদান করে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দেশের পাশাপাশি ভ্রমণের জন্য বিদেশেও এখন বাঙালি স্বচ্ছন্দ। কিন্তু বিদেশে ঘুরতে গেলে ‘ভিসা’ আবশ্যক। দেশভেদে ভিসার খরচও বিভিন্ন রকমের। তা ছাড়া ভিসার জন্য আবেদন করা এবং তার পর তা হাতে পেতেও অনেক সময় সময় লাগতে পারে। কিন্তু এমন কিছু গন্তব্য রয়েছে, যেখানে ভারতীয়দের ক্ষেত্রে ভিসার জন্য কোনও অর্থ খরচ করার প্রয়োজন নেই। সামনে গরমের ছুটি। ফলে আগাম পরিকল্পনা করে সহজেই বেড়িয়ে আসা যায়। রইল ৫টি গন্তব্যের সুলুক সন্ধান।

Advertisement

১) মলদ্বীপ

ভিসা: অন অ্যারাইভ্যাল (৩০ দিন)

Visa free travel destination for Indian passport holders in 2025

মালদ্বীপ। ছবি: সংগৃহীত।

ভারতের দক্ষিণে আরব সাগরের এই পর্যটনকেন্দ্রটি গত কয়েক বছরে বলিউড তারকাদের মাধ্যমে চর্চায় উঠে এসেছে। নীল আকাশ এবং সমুদ্র। প্রাইভেট রিসর্ট এবং কয়েক দিনের সপরিবার ছুটি কাটানোর জন্য মলদ্বীপ আদর্শ। তবে খরচসাপেক্ষ গন্তব্য। ভারতীয়দের ক্ষেত্রে মলদ্বীপ সরকার বিনামূল্যে ৩০ দিনের অন অ্যারাইভ্যাল ভিসা প্রদান করে।

২) তাইল্যান্ড

ভিসা: অন অ্যারাইভ্যাল (৩০ দিন)

Visa free travel destination for Indian passport holders in 2025

তাইল্যান্ড। ছবি: সংগৃহীত।

তাইল্যান্ড এখন ভারতীয়দের কাছে জনপ্রিয় গন্তব্য। সে দেশের ব্যাঙ্কক, পাটায়া বা ফুকেতের মতো জনপ্রিয় স্থানে কয়েক দিনের জন্য ছুটি কাটিয়ে আসা যায়। এই মুহূর্তে ভারতীয়দের জন্য তাইল্যান্ড সরকার বিনামূল্যে ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা প্রদান করে। পাশাপাশি, যাওয়ার আগে অনলাইনে ই-ভিসার সুবিধাও রয়েছে।

৩) শ্রীলঙ্কা

ভিসা: অন অ্যারাইভ্যাল (৩০ দিন)

Visa free travel destination for Indian passport holders in 2025

শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত।

ভারতের দক্ষিণে এই দ্বীপরাষ্ট্রটি গত কয়েক বছরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক মিলও রয়েছে। শ্রীলঙ্কা সরকার ভারতীয়দের জন্য ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা প্রদান করে।

৪) মরিশাস

ভিসা: অন অ্যারাইভ্যাল (৬০ দিন)

Visa free travel destination for Indian passport holders in 2025

মরিশাস। ছবি: সংগৃহীত।

আরব সাগরের এই দ্বীপরাষ্ট্র পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং নয়ানাভিরাম সৌন্দর্যের জন্য গত কয়েক বছরে মরিশাসে ভারতীয় পর্যটকের সংখ্যাও বেড়েছে। ভারতীয়দের জন্য সে দেশের সরকার ৬০ দিন পর্যন্ত বিনামূল্যা ভিসা প্রদান করে।

৫) মালয়েশিয়া

ভিসা: অন অ্যারাইভ্যাল (৩০ দিন)

Visa free travel destination for Indian passport holders in 2025

ছবি: সংগৃহীত।

দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি পর্যটন গন্তব্য হিসেবে জনপ্রিয়। রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার ছাড়াও লঙ্কাভির ভাসমান সেতু মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় দ্রষ্টব্য। সম্প্রতি সে দেশের সরকার ভারতীয়দের জন্য বিনামূল্যে ভিসার ঘোষণা করেছে। সর্বাপেক্ষা ৩০ দিন এই ভিসার মেয়াদ। তবে ভারতীয়দের জন্য বিনা মূল্যে ভিসার মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

Advertisement
আরও পড়ুন