Mammoth National Park

ভিতরেই আছে আস্ত একটি নদী, অরণ্য, পাহাড়! বিশ্বের দীর্ঘতম সে গুহা দেখতে কোথায় যাবেন?

‘স্ট্যালাকটাইট’ এবং ‘স্ট্যালাগমাইট’-এ সাজানো এই গুহার বিশেষত্ব হল মাটির নীচে প্রায় ৪০০ মাইলের একটি সুড়ঙ্গ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:২৪
This national park has the longest known cave system in the world

গুহার মধ্যেই রয়েছে আস্ত একটি জঙ্গল, নদী-উপত্যকা। ছবি: সংগৃহীত।

‘কেন্টাকি ফ্রায়েড চিকেন’ বা ‘কেএফসি’-র নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আমেরিকার এই কেন্টাকি প্রদেশেই রয়েছে ‘ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক’। যা বিশ্বের দীর্ঘতম গুহা হিসাবেও পরিচিত। ‘স্ট্যালাকটাইট’ এবং ‘স্ট্যালাগমাইট’-এ সাজানো এই গুহার বিশেষত্ব হল মাটির নীচে প্রায় ৪০০ মাইল লম্বা সুড়ঙ্গ।

Advertisement
This national park has the longest known cave system in the world

পৃথিবীর পৃষ্ঠে প্রায় ৫৩ হাজার একর অঞ্চল জুড়ে গুহার মধ্যেই রয়েছে এই ‘ল্যান্ডস্কেপ’। ছবি: সংগৃহীত।

আজ থেকে প্রায় হাজার বছর আগে আদিম মানুষের বসবাস ছিল এই গুহার মধ্যে। পৃথিবীর পৃষ্ঠে প্রায় ৫৩ হাজার একর অঞ্চল জুড়ে গুহার মধ্যেই রয়েছে এই ‘ল্যান্ডস্কেপ’। গুহার মধ্যেই রয়েছে আস্ত একটি জঙ্গল, নদী-উপত্যকা। চুনাপাথরের তৈরি এই গুহার মধ্যে রয়েছে গিরিখাত, নানা মাপের ঘর, জলপ্রপাত, বিশালাকার গম্বুজ— আরও কত কী! দেখলে মনে হয়, মাটির তলায় রয়েছে যেন আস্ত একটি পৃথিবী। দেশ-বিদেশের বহু পর্যটকের কাছে সে কারণেই বিশাল এই গুহাটি আকর্ষণের কেন্দ্রে।

Advertisement
আরও পড়ুন