—প্রতীকী ছবি।
কৃত্রিম মেধাকে (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) গ্রাহকদের কাছে আরও সহজলভ্য ভাবে পৌঁছে দিতে তৎপর গুগ্ল। আর তাই বিভিন্ন পরিষেবায় এআইকে সংযুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা। বর্তমানে মানচিত্র অনুসন্ধানে কৃত্রিম মেধাকে কাজে লাগানোর কথা পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট ওয়েব সার্চ ইঞ্জিন। এতে পর্যটনের অভিজ্ঞতা পুরোপুরি বদলে যাবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে, কিছুদিনের মধ্যেই গুগ্ল ম্যাপে এআইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য চালু করা হবে। এতে স্ক্রিনশটের মাধ্যমে অনুসন্ধানকারী জায়গাটিকে চিহ্নিত করবে গুগ্ল ম্যাপ। এর পর সেখানে পৌঁছতে ব্যবহারকারীকে সাহায্য করবে ওই কৃত্রিম মেধা প্রযুক্তি। পাশাপাশি, সেখানকার ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য, বিবরণ এবং ছবি এআই টুলটি থেকে জানতে পারবেন তাঁরা।
কৃত্রিম মেধা প্রযুক্তিটি কী ভাবে কাজ করবে, তার রূপরেখা ইতিমধ্যেই দিয়েছে গুগ্ল। সেখানে বলা হয়েছে, এর সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট এলাকাটির স্ক্রিন শট নিয়ে তা গুগ্ল ম্যাপে গ্রাহককে আপলোড করতে হবে। আপলোডিংয়ের কাজ শেষ হলে জায়গাটিতে পৌঁছনোর রাস্তা জানিয়ে দেবে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা। পরে সেখানকার যাবতীয় তথ্য মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনে ফুটে উঠবে।
সূত্রের খবর, এআই প্রযুক্তিটি প্রথমে আইওএসে প্ল্যাটফর্মে চালু করবে গুগ্ল। অর্থাৎ শুধু মাত্র আইফোন বা অ্যাপলের গেজ়েট ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন। পরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট টুলটিকে যুক্ত করবে ওই মার্কিন বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা। প্রথম পর্যায়ে শুধু মাত্র ইংরেজি ভাষায় এই কৃত্রিম মেধা প্রযুক্তিটি ব্যবহার করা যাবে। পরে এতে অন্যান্য ভাষা সংযুক্ত করা হবে বলে জানা গিয়েছে।