বিনেশ ফোগাট। —ফাইল চিত্র।
জমি, সরকারি চাকরি না টাকা? হরিয়ানা সরকারের ক্রীড়ানীতি অনুযায়ী যে কোনও একটি বেছে নিতে বলা হয়েছিল বিনেশ ফোগাটকে। অলিম্পিয়ান কুস্তিগির বেছে নিয়েছেন ৪ কোটি টাকা। নিজের পছন্দের কথা সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক।
তিনটি অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিনেশ। গত প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও বাতিল হয়ে যান। ফাইনালের দিন সকালে শরীরের ওজন নির্ধারিত মাত্রার থেকে বেশি থাকায় বাতিল করে দেওয়া হয় তাঁকে। দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগিরকে কিছু দিন আগে রাজ্যের ক্রীড়ানীতি অনুযায়ী প্রস্তাব দেয় হরিয়ানা সরকার। রাজ্য সরকারের ‘গ্রুপ এ’ পদে চাকরি, চার কোটি টাকা অথবা হরিয়ানা শেহরি বিকাশ প্রাধিকরণ প্রকল্পে জমির মধ্যে একটি বেছে নিতে বলা হয়। বিনেশ জমি এবং চাকরি নেননি। তিনি চার কোটি টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত মঙ্গলবার নিজের পছন্দ জানিয়ে চিঠি দিয়েছেন হরিয়ানা সরকারের ক্রীড়া দফতরকে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিংহ সাইনি জানিয়েছিলেন, রাজ্য সরকার বিনেশকে অলিম্পিক্সে রুপোজয়ী ক্রীড়াবিদের সমতুল মর্যাদা দেবে। রাজ্যের ক্রীড়ানীতি মেনে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। সেইমতোই বিনেশকে পছন্দমতো যে কোনও একটি বেছে নিতে বলা হয়।
উল্লেখ্য, হরিয়ানার গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন বিনেশ। জীন্দ জেলার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি।