Iga Swiatek

Wimbledon 2022: উইম্বলডনে নক্ষত্রপতন, স্ট্রেট সেটে বিদায় বিশ্বের এক নম্বর টেনিস তারকার

স্ট্রেট সেটে হেরে গেলেন ইগা শিয়নটেক। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে অ্যালিজ করনেটের বিরুদ্ধে তিনি হেরে গেলেন ৬-৪, ৬-২ ব্যবধানে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ২২:৪৩
বিদায় নিলেন ইগা শিয়নটেক।

বিদায় নিলেন ইগা শিয়নটেক। ছবি: রয়টার্স

হেরে গেলেন ইগা শিয়নটেক। উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা। অ্যালিজ করনেটের বিরুদ্ধে তিনি হেরে গেলেন ৬-৪, ৬-২ ব্যবধানে।

সদ্য ফরাসি ওপেনজয়ী শিয়নটেক হেরে গেলেন বিশ্বের ৩৭ নম্বর করনেটের বিরুদ্ধে। গোটা ম্যাচে ৩৩টি আনফোর্সড এরর করেন শিয়নটেক। করনেট করেন মাত্র সাতটি। এক ঘণ্টা ৩৩ মিনিটে ম্যাচ হেরে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

Advertisement

ফেব্রুয়ারি মাস থেকে টানা জিতছিলেন শিয়নটেক। ৩৭টি ম্যাচ জিতেছিলেন তিনি। পর পর ছ'টি প্রতিযোগিতা জিতেছিলেন শিয়নটেক। সপ্তম প্রতিযোগিতা জয়ের পথে এ বার বাধা হয়ে দাঁড়ালেন করনেট।

২০১৪ সালে সেরিনা উইলিয়ামসকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন করনেট। এ বার তিনি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন শিয়নটেককে হারিয়ে।

Advertisement
আরও পড়ুন