জয়ের পর জোকোভিচ ছবি রয়টার্স
বেশি ঘাম না ঝরিয়েই উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। বুধবার সরাসরি সেটে হারিয়ে দিলেন হাঙ্গেরির মার্টন ফুচোভিচকে। জোকোভিচ জিতেছেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে।
এই নিয়ে ১০ বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জোকোভিচ। ছ’বার তিনি এই খেতাব জিতেছেন। আর দু’টি ম্যাচ জিতলেই সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার দৌড়ে রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি। প্রত্যেকের ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম হবে।
ম্যাচে আগাগোড়াই দাপট দেখিয়েছেন সার্বিয়ার এই খেলোয়াড়। ১৮ মিনিটেই প্রথম সেটে ৫-০ গেমে এগিয়ে যান। হাঙ্গেরির ফুচোভিচ এই প্রথম উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিলেন। জোকোভিচের অপ্রতিরোধ্য টেনিসের সামনে কার্যত অসহায় দেখিয়েছে তাঁকে।
Another day, another semi-final for @DjokerNole #Wimbledon pic.twitter.com/tT7i9yfACE
— Wimbledon (@Wimbledon) July 7, 2021
How do you stop @DjokerNole when he's in this form...#Wimbledon pic.twitter.com/5koas1A9el
— Wimbledon (@Wimbledon) July 7, 2021
Drop it like it's hot 🔥#Wimbledon pic.twitter.com/tt1fNrSdMA
— Wimbledon (@Wimbledon) July 7, 2021
দ্বিতীয় এবং তৃতীয় সেটে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিলেন ফুচোভিচ। কিন্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নেন জোকোভিচ। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন কানাডার ডেনিস শাপভালভের।