Euro Cup 2020

Euro 2020: পেরিসিচের সৌজন্যে এক পয়েন্ট পেলেও চিন্তা থেকে গেল ক্রোয়েশিয়ার

ম্যাচের একটি পেনাল্টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২৩:৪২
সতীর্থ ব্রুনোর সঙ্গে উচ্ছ্বাস পেরিসিচের।

সতীর্থ ব্রুনোর সঙ্গে উচ্ছ্বাস পেরিসিচের। ছবি রয়টার্স

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ড্র করায় পরের পর্বে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল ক্রোয়েশিয়ার। গত বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া শুক্রবার ১-১ ড্র করেছে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। দু’ম্যাচের পর ক্রোয়েশিয়া ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। চেক প্রজাতন্ত্র ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।

শুক্রবার প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন প্যাট্রিক শিক। দেজান লভরেন ফাউল করেন চেক প্রজাতন্ত্রের ফুটবলারকে। পেনাল্টি থেকে গোল করেন শিক। হলুদ কার্ড দেখানো হয় লভরেনকে। তবে পেনাল্টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেওয়া হয়। অনেকেই বলেছেন, সেটি পেনাল্টি ছিল না। তবে ধারাভাষ্য দেওয়ার সময় ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী পরিষ্কার বলেছেন, পেনাল্টি দেওয়া সঠিক সিদ্ধান্ত।

Advertisement

দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান ইভান পেরিসিচ। বিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। উল্লেখ্য, পাঁচ বছর আগেও ইউরো কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সে বারও ম্যাচ ড্র হয়েছিল। সেই ম্যাচেও গোল করেছিলেন পেরিসিচ।

আরও পড়ুন
Advertisement