শনিবার একজন করোনা আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিলেন কর্তৃপক্ষ। —ফাইল চিত্র
টোকিয়ো অলিম্পিক্স শুরুর পাঁচ দিন আগে দুই খেলোয়াড় করোনা আক্রান্ত। গেমস ভিলেজে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার একজন করোনা আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিলেন কর্তৃপক্ষ।
কোন দেশের কারা আক্রান্ত হয়েছেন তা এখনও জানায়নি অলিম্পিক্স আয়োজক সংস্থা। শনিবার যিনি গেমস ভিলেজে করোনা আক্রান্ত হয়েছিলেন, তিনি কোনও খেলোয়াড় নন বলেই মনে করা হচ্ছে। তবে রবিবার যে দুই খেলোয়াড় আক্রান্ত হয়েছেন তাঁরা কোন দেশের বা কোন খেলার সঙ্গে যুক্ত তা এখনও জানানো হয়নি।
✨ 5 Days To Go! ✨ We're inching ever closer to the start of the #Tokyo2020 @Olympics #StrongerTogether #UnitedByEmotion pic.twitter.com/BFGDiV4ef6
— #Tokyo2020 (@Tokyo2020) July 18, 2021
গত বছর করোনার কারণে অলিম্পিক্স আয়োজন করা সম্ভব হয়নি। এই বছর টোকিয়োতে তা আয়োজন করা হয়। ২৩ জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক্সের আগে চোখ রাঙাচ্ছে করোনা। ইতিমধ্যেই বিভিন্ন দেশের খেলোয়াড়রা ভিলেজে পৌঁছে গিয়েছেন। এ বারের অলিম্পিক্স দর্শকশূন্য ভাবে আয়োজন করার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন কর্তৃপক্ষ।