নীরজ চোপড়া। ছবি পিটিআই
অলিম্পিক্স জ্যাভলিনে সোনা জিতে গোটা দেশকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। তাঁকে অভিনব উপায়ে সম্মান জানাল মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস। অলিম্পিক্সে যতটা দূরে তিনি জ্যাভলিন ছুড়েছেন সেই সংখ্যা উল্লেখ করে একটি বিশেষ জার্সি তৈরি করছে তারা।
শনিবার দ্বিতীয় থ্রোয়ে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ। সেই অনুযায়ী চেন্নাই তাঁর জন্য একটি বিশেষ জার্সি তৈরি করছে, যার নম্বর হবে ৮৭৫৮। তার সঙ্গেই চেন্নাই ঘোষণা করেছে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের কথা।
দলের তরফে এক কর্তা বলেছেন, “টোকিয়োয় নীরজ যা করে দেখিয়েছে তা লক্ষ লক্ষ তরুণকে এই খেলায় আসতে অনুপ্রাণিত করবে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। গোটা দেশকে উদ্বেল করেছে ওর সোনা জয়। সেই কীর্তিকে সম্মান জানাতেই আমাদের তরফে এই উদ্যোগ।”
Anbuden saluting the golden arm of India, for the Throw of the Century!
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 7, 2021
8️⃣7⃣.5⃣8⃣ 🥇🔥
CSK honours the stellar achievement by @Neeraj_chopra1
with Rs. 1 Crore. @msdhoni
Read: https://t.co/zcIyYwSQ5E#WhistleforIndia #Tokyo2020 #Olympics #WhistlePodu 🦁💛 📸: Getty Images pic.twitter.com/lVBRCz1G5m