Today’s Sports Events

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের খবর, আজ শামির খেলা, থাকছে আইপিএলের খবর, আর কী?

আজ আবার মাঠে নামবে বাংলার ক্রিকেট দল। মাঠে নামবে মহমেডান স্পোর্টিংও। অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দল ব্যস্ত প্রস্তুতি ম্যাচের পরিকল্পনায়। থাকছে আইপিএলের খবরও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৭:০২

—ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় টেস্টের আগে ১০ দিনের বিরতি। আসলে ঠিক বিরতি নয়। অ্যাডিলেডের ২২ গজে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ভারতীয় দলের। রোহিত শর্মাদের প্রস্তুতির সব খবর। বুধবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন বাংলার ক্রিকেটারেরা। এ দিনই মাঠে নামবে মহমেডানও। আইএসএলে সাদা-কালো শিবিরের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এ ছাড়াও প্রতিদিনের মতো থাকছে আইপিএলের খবর।

Advertisement

আইপিএলের দলগুলির কার কী পরিকল্পনা, সব খবর

দু’দিন ধরে সৌদি আরবের জেড্ডায় হয়েছে আইপিএলের নিলাম। সব দল প্রয়োজনীয় ক্রিকেটারদের কিনে নিয়েছে। এ বার প্রতিযোগিতার পরিকল্পনা তৈরি করতে হবে। এখনও সব দল অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি। তা ছাড়া কারা ওপেন করবেন, কোন পিচে কেমন বোলিং আক্রমণ হবে— সব কিছুই ঠিক করতে হবে কোচদের। আইপিএলের সব খবর।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল, দ্বিতীয় টেস্টের আগে রোহিতদের শিবিরের খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট ২৯৫ রানে জিতেছে ভারত। যশপ্রীত বুমরার নেতৃত্বে এই সাফল্যের মধ্যেই পার্‌থে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। চোট সারিয়ে খেলার সম্ভাবনা রয়েছে শুভমন গিলেরও। স্বভাবতই সিরিজ়ের দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে পরিবর্তন হবে। উইনিং কম্বিনেশনে কতটা রদবদল করবেন কোচ গৌতম গম্ভীর? দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। তার আগে ৩০ নভেম্বর থেকে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ। প্রথম একাদশে রদবদলের আগে পরীক্ষার সুযোগ রয়েছে ভারতীয় শিবিরের সামনে।

মাঠে নামবে বাংলা, ঘরোয়া টি২০ ক্রিকেটে শামিদের খেলা

আজ সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলার খেলা মিজোরামের বিরুদ্ধে। খেলা শুরু সকাল ৯টা থেকে। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জয় পেলেও নেট রান রেটের নিরিখে গ্রুপ ‘এ’ পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামিরা। আজ নেট রান রেট ভাল করে নেওয়ার সুযোগ রয়েছে বাংলার সামনে।

আইএসএলে আজ মহমেডানের খেলা, বিপক্ষে সুনীলের বেঙ্গালুরু

আইএসএলে আজ মহমেডান বনাম বেঙ্গালুরু ম্যাচ। আট ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে সুনীল ছেত্রির বেঙ্গালুরু। সাতটি ম্যাচ খেলে কলকাতার মহমেডানের সংগ্রহ ৫ পয়েন্ট। আজ খেলা কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

আরও পড়ুন
Advertisement