—ফাইল চিত্র।
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু পরশু থেকে। কেমন হতে পারে ভারতীয় দল? টেস্ট শুরুর আগে দুই দলের সব খবর। আইএসএলে আজ জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল। যুবভারতীতে লাল-হলুদের বিপক্ষে ওড়িশা। রয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ শেষ এক দিনের ম্যাচ এবং বিশ্ব দাবা প্রতিযোগিতায় শেষ রাউন্ডের খেলা।
তৃতীয় টেস্ট শুরু পরশু থেকে, কেমন হবে ভারতের সম্ভাব্য দল?
পরশু থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আগের টেস্টে হারার পর ভারতীয় দলে কি বদল হবে? কোন এগারো জন খেলতে পারেন রোহিত শর্মার দলের হয়ে? রোহিত নিজে কত নম্বরে ব্যাট করবেন? ম্যাচের আগের সব খবর।
আইএসএলে দশম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ক্লেটনেরা
আইএসএলে আজ আবার নামছে ইস্টবেঙ্গল। পর পর দু’টি ম্যাচে জেতার পর আজ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে লাল-হলুদ। যুবভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ইস্টবেঙ্গল ন’টি ম্যাচ খেলে দু’টি জিতেছে, একটি ড্র করেছে। ওড়িশা ১১টি ম্যাচ খেলে চারটি জিতেছে, চারটি ড্র করেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়াও জিয়ো সিনেমা অ্যাপেও দেখা যাবে খেলা।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচ, মুখরক্ষা হবে বাংলাদেশের?
আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ তৃতীয় এক দিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম দু’টি ম্যাচ জিতে আগেই সিরিজ় পকেটে পুরেছে ওয়েস্ট ইন্ডিজ়। আজ তৃতীয় ম্যাচে মুখরক্ষা করার পালা বাংলাদেশের। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
বিশ্ব দাবা প্রতিযোগিতায় শেষ রাউন্ডের খেলা, ফয়সালা হবে?
বিশ্ব দাবা প্রতিযোগিতায় আজ চতুর্দশ রাউন্ডের খেলা। এটিই শেষ রাউন্ড। ভারতের ডোম্মারাজু গুকেশ ও চিনের ডিং লিরেনের মধ্যে খেলায় যদি আজ ফয়সালা না হয়, তা হলে কাল টাইব্রেকার। আজ খেলা শুরু দুপুর ২:৩০ থেকে।