গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ থেকে। দিন-রাতের টেস্টে জিতে সিরিজ়ে ২-০ এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা। গোলাপি বলের টেস্টের সব খবর।
আইএসএলে আজ মহমেডানের ম্যাচ। বিপক্ষে পঞ্জাব। মাত্র একটি ম্যাচ জেতা মহমেডান কি আজ জয়ের রাস্তায় ফিরতে পারবে? রয়েছে নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, স্প্যানিশ লিগের খেলা।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, ২-০ করার লক্ষ্যে রোহিতেরা
আজ থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জিতে সিরিজ়ে এগিয়ে গেলেও এ বার সম্পূর্ণ অন্য লড়াই। কারণ, এটি দিন-রাতের ম্যাচ। সিরিজ়ে এটিই একমাত্র গোলাপি বলের টেস্ট। রোহিত শর্মার দলের সঙ্গে প্যাট কামিন্সের দলের লড়াই কি পুরো পাঁচ দিন টিকবে? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
ছোটদের এশিয়া কাপে জোড়া সেমিফাইনাল, রবিতে ভারত বনাম পাকিস্তান ফাইনালের হাতছানি
ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ফাইনালের হাতছানি। আজ দু’টি সেমিফাইনাল। ভারতের সামনে শ্রীলঙ্কা। পাকিস্তান খেলবে বাংলাদেশের সঙ্গে। রবিবার ফাইনালে কি মহারণ হবে? আজ দু’টি সেমিফাইনালই সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আইএসএলে মহমেডানের ম্যাচ, এক ম্যাচ জেতা দল জয়ে ফিরবে?
আইএসএলে আজ নামছে মহমেডান। বিপক্ষে পঞ্জাব। মহমেডানের এটি অ্যাওয়ে ম্যাচ। ন’টি ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র একটি ম্যাচ। খারাপ ফুটবল খেলছে না তারা। বিশেষ করে শক্তিশালী বেঙ্গালুরু এফসি-র কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে জেতা ম্যাচ হারতে হয়েছে। সুযোগ কাজে লাগিয়ে আজ কি জয়ে ফিরতে পারবে মহমেডান?
নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, নজর বিশ্বকাপে
ভারত-অস্ট্রেলিয়ার মতোই আজ থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্ট। তিন ম্যাচের সিরিজ়ে ইংল্যান্ড প্রথম ম্যাচে জিতেছে। তবে মন্থর বোলিংয়ের জন্য দু’দলেরই পয়েন্ট কাটা গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে ধাক্কা খেয়েছে। এখন সব টেস্টেই নজর থাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা ও অ্যামাজ়ন প্রাইম অ্যাপে।
লা লিগায় একটিই ম্যাচ, লড়াই সেল্টা ভিগো বনাম মায়োরকার
জমে গিয়েছে স্প্যানিশ লিগ। প্রথম দুই স্থানে থাকা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আজ একটিই ম্যাচ। মুখোমুখি সেল্টা ভিগো ও মায়োরকা। খেলা রাত ১:৩০ থেকে।