Sports News Of The Day

পদক জয়ের হ্যাটট্রিকের সামনে দেশ, আবার আশা শুটিংয়ে, ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করবে সৌরভ, শামিকে

অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকের সামনে ভারত। তৃতীয় পদকের লড়াইয়ে সেই শুটিং। ব্যক্তিগত বিভাগে প্রথম সোনা জয়ের লক্ষ্যে সিমোন বাইলস। ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করবে সৌরভ, শামিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ০৭:০৫

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে আজ তৃতীয় পদক আসতে পারে দেশে। সেই শুটিংয়ের হাত ধরে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে উঠেছেন স্বপ্নিল কুসালে। ব্যাডমিন্টনে রয়েছে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি, পিভি সিন্ধু, লক্ষ্য সেনের নক-আউট ম্যাচ। হকিতে বেলজিয়ামের মুখোমুখি ভারত।

Advertisement

আজ ব্যক্তিগত বিভাগে প্রথম সোনা জয়ের সামনে সিমোন বাইলস। মহিলাদের অল-রাউন্ড ইভেন্টের ফাইনাল আজ।

আজ ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। লাল-হলুদের ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘প্রাইড অফ বেঙ্গল’ হচ্ছেন মহম্মদ শামি।

অলিম্পিক্সে আবার দেশকে পদকের স্বপ্ন দেখাচ্ছে শুটিং

আজ অলিম্পিক্সে তৃতীয় পদক জিততে পারে ভারত। আবার স্বপ্ন দেখাচ্ছে শুটিং। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে উঠেছেন স্বপ্নিল কুসালে। দুপুর ১টা থেকে তাঁর ফাইনাল। ব্যাডমিন্টনে ডাবলসের শেষ চারে যাওয়ার লড়াইয়ে নামছে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। প্রি-কোয়ার্টারে খেলবেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। হকিতে গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি ভারত।

শুটিং

স্বপ্নিল কুসালে, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ফাইনাল (দুপুর ১টা)

অঞ্জুম মুদগিল, সিফট কউর শর্মা, মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি (বিকেল ৩:৩০)

ব্যাডমিন্টন

সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি, ডাবলস কোয়ার্টার ফাইনাল (বিকেল ৪:৩০)

পিভি সিন্ধু, প্রি-কোয়ার্টার ফাইনাল (রাত ১০টা)

এইচএস প্রণয় বনাম লক্ষ্য সেন, প্রি-কোয়ার্টার ফাইনাল (বিকেল ৫:৪০)

হকি

ভারত-বেলজিয়াম (দুপুর ১:৩০)

বক্সিং

নিখাত জারিন, প্রি-কোয়ার্টার ফাইনাল (দুপুর ২:৩০)

তিরন্দাজি

প্রবীণ রমেশ যাদব (দুপুর ২:৩১)

অ্যাথলেটিক্স

আকাশদীপ সিংহ, বিকাশ সিংহ, পরমজিৎ সিংহ বিস্ত, পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা (সকাল ১১টা)

প্রিয়াঙ্কা গোস্বামী, মহিলাদের ২০ কিলোমিটার হাঁটা (দুপুর ১২:৫০)

গল্ফ

শুভঙ্কর শর্মা, গগনজিৎ ভাল্লার (দুপুর ১২:৩০)

সেলিং

বিষ্ণু সর্বানন (বিকেল ৩:৪৫)

নেত্রা কুমানন (সন্ধ্যা ৭:০৫)

আজ দ্বিতীয় সোনা জয়ের লক্ষ্যে নামবেন আমেরিকার জিমন্যাস্ট সিমোন বাইলস

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে এ বার স্বপ্নের ফর্মে রয়েছেন সিমোন বাইলস। আমেরিকার এই জিমন্যাস্ট একটি সোনা ইতিমধ্যেই জিতে নিয়েছেন। সেটি দলগত বিভাগে আমেরিকার হয়ে। আজ ব্যক্তিগত বিভাগে প্রথম সোনা জয়ের সামনে তিনি। মহিলাদের অল-রাউন্ড ইভেন্টের ফাইনাল আজ রাত ৯:৪৫ থেকে। সম্প্রচার হবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইস্টবেঙ্গলের জন্মদিন, সম্মানিত সৌরভ, শামি

আজ ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন। এ বার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে অনুষ্ঠান। লাল-হলুদের ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘প্রাইড অফ বেঙ্গল’ হচ্ছেন মহম্মদ শামি। সম্মানিত হবেন দুই প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৬টা থ‌েকে শুরু হবে অনুষ্ঠান।

কাল শুরু ভারতের এক দিনের সিরিজ, রোহিতদের খবর

শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা। এ বার তিন ম্যাচের এক দিনের সিরিজ। আগামিকাল প্রথম ম্যাচ। এক দিনের সিরিজে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কী ভাবে প্রস্তুতি সারছে ভারত? রোহিতদের শিবিরের খবর।

Advertisement
আরও পড়ুন