badminton

Thomas Cup: ভারতের টমাস কাপ জয়ে উচ্ছ্বসিত দেশ! মোদী, কোহলী, বিন্দ্রাদের মুখে শুধুই ব্যাডমিন্টন

গোটা দেশ উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, লক্ষ্য সেনদের এই সাফল্যে। ভারত তথা বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৮:৩৩
জয়ের পর ভারতীয় দল।

জয়ের পর ভারতীয় দল। ছবি পিটিআই

দেশের ব্যাডমিন্টনের ইতিহাসে অনবদ্য নজির গড়েছে ভারত। প্রথম বার টমাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠেই সাফল্য। স্বাভাবিক ভাবেই গোটা দেশ উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, লক্ষ্য সেনদের এই সাফল্যে। ভারত তথা বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দল। টমাস কাপ জেতায় গোটা দেশই উচ্ছ্বসিত। আমাদের দুর্দান্ত দলকে অনেক অভিনন্দন এবং আগামী দিনের প্রতিযোগিতাগুলির জন্যে অনেক শুভেচ্ছা। আগামী দিনে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এই জয়।’

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী লিখেছেন, ‘ভারতের ব্যাডমিন্টনে ঐতিহাসিক কৃতিত্ব এবং অনবদ্য মুহূর্ত। টমাস কাপ জেতার জন্য ভারতীয় দলকে অনেক অভিনন্দন।’ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর কথায়, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে কী অসাধারণ একটা মুহূর্ত — আমরা প্রথম বার টমাস কাপে চ্যাম্পিয়ন হলাম এবং তা-ও আবার সব থেকে সেরা দলকে হারিয়ে! সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে অভিনন্দন। কিছু জিনিস অর্জন করতে দেরি হয়, কিন্তু সেটা যে করা সম্ভব নয়, এটা কাউকে বলতে দেবেন না।’

ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল লিখেছেন, ‘অভিনন্দন টিম ইন্ডিয়া। পুরুষ দলকে এই ট্রফি জেতার জন্য অভিনন্দন। দারুণ খেলেছ তোমরা।’ অলিম্পিক্সে সোনাজয়ী প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রা লিখেছেন, ‘কী ঐতিহাসিক দিন! প্রথম বারের জন্য টমাস কাপ নিঃসন্দেহে অসাধারণ কৃতিত্ব! সোনা জেতার জন্য অনেক কঠিন পরিস্থিতিতে পড়েও বেরিয়ে এসেছ তোমরা। সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে অভিনন্দন। তোমরাই আসল চ্যাম্পিয়ন!’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement