T20 World Cup 2024

দিল্লির হোটেলে বিরাটের পরিবার, ভাংড়া রোহিতের, ঢোল বাজালেন সূর্য

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজ়ে আটকে গিয়েছিল ভারতীয় দল। অবশেষে দেশে ফিরছেন রোহিত, বিরাটেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১০:০১
পরিবারের সঙ্গে বিরাট কোহলি।

পরিবারের সঙ্গে বিরাট কোহলি। ছবি: এক্স।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৯:৫৮ key status

দিল্লির হোটেলে বিরাটের পরিবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির সঙ্গে তাঁর পরিবারের কেউ ছিলেন না। বার্বাডোজ় থেকে একাই দিল্লি ফিরেছিলেন তিনি। দিল্লির হোটেলে বিরাটের সঙ্গে দেখা করতে এলেন তাঁর দাদা। সঙ্গে ছিল দাদার পরিবার। দিল্লিতেই বাড়ি বিরাটের। 

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৮:৪১ key status

সূর্যদের নাচ

হোটেলের বাইরে নাচ সূর্যকুমারদের। সকাল ৬টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছায় ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে এর পর হোটেলে গিয়েছেন রোহিতেরা। দিল্লির হোটেলে পৌঁছে নাচতে দেখা যায় সূর্যদের।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:৫১ key status

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অপেক্ষা

আপাতত ভারতীয় দল বিশ্রাম নেবে দিল্লির হোটেলে। সকাল ৯টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রোহিতদের। তার পর মুম্বই চলে যাবেন তাঁরা। সেখানে হবে বিশ্বজয়ের উৎসব। ছাদ খোলা বাসে করে ঘুরবেন রোহিতেরা।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:৩৪ key status

ট্রফি হাতে পন্থ

দিল্লির হোটেলে ট্রফি হাতে পন্থ। কেক কাটবেন রোহিতেরা। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌরেরাও রয়েছেন। তাঁদের নিয়ে উৎসাহ হোটেলে। জয়ধ্বনি দেওয়া হচ্ছে ভারতীয় দলের। 

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:৩১ key status

হোটেলে পৌঁছে গেলেন রোহিতেরা

দিল্লির হোটেলে আপাতত বিশ্রাম বিশ্বজয়ীদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তাঁরা। তার আগে কিছু ক্ষণের বিশ্রাম রোহিতদের। হোটেলে পৌঁছে গেল ভারতীয় দল।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:১৯ key status

রোহিতকে দেখা গেল বিমানবন্দরে

ট্রফি হাতে বিমানবন্দর থেকে বেরলেন রোহিত। কাপ উঁচিয়ে দেখালেন সমর্থকদের।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:১৪ key status

বিমানবন্দর থেকে রওনা দিল বাস

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বাস রওনা দিল হোটেলের উদ্দেশে। সেখানে কেক কাটা হবে। কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দল যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:০৫ key status

বাসের সামনের আসনে বিরাট

বিমানবন্দরে দু'টি বাস রয়েছে রোহিতদের জন্য। একটি বাসের সামনের আসনে বসে রয়েছেন বিরাট। বাস ছাড়ার অপেক্ষা করছে ভারতীয় দল। বিমানবন্দরে সমর্থকদের ভিড়। স্বাগত জানানো হল ভারতীয় দলকে।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:৫১ key status

ক্রিকেটারদের সঙ্গে পরিবার

বার্বাডোজ় থেকে পরিবারদের সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন ক্রিকেটারেরা। বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসছেন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবেরা। সঙ্গে রয়েছে পরিবার। টিম বাসে উঠে পড়ছেন তাঁরা। বিমানবন্দর থেকে চলে যাবেন হোটেলে।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:৪৯ key status

বিমানবন্দরের বাইরে দল

বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন রোহিত শর্মারা। টিম বাসে উঠে পড়লেন তাঁরা। হোটেলে যাবেন রোহিতেরা।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:৪২ key status

রোহিতদের জন্য বিশেষ কেক

দিল্লির হোটেলে রোহিতদের জন্য বিশেষ কেক। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফিও।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:২৩ key status

রোহিতদের অপেক্ষায় টিম বাস

দিল্লি বিমানবন্দর থেকে রোহিতদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় টিম বাস।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:১৮ key status

উত্তেজনা সমর্থকদের মধ্যে

দিল্লি বিমানবন্দরে রোহিত, বিরাটদের টিম বাস। ক্রিকেটারদের দেখা পাওয়ার অপেক্ষায় সমর্থকেরা। বিশ্বজয়ীদের এক ঝলক দেখার জন্য গত তিন ঘণ্টা ধরে বিমানবন্দরে ভিড় করেছেন ভারতীয় সমর্থকেরা।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:১৭ key status

বার্বাডোজ়ে আটকে ছিল দল

গত শনিবার ট্রফি জিতলেও বার্বাডোজ়ে আটকে ছিল দল। সেখানে ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ ছিল। তাই দেশে ফিরতে দেরি হল রোহিতদের। বুধবার (ভারতীয় সময়ে) দুপুরে বার্বাডোজ় থেকে বিমানে ওঠেন তাঁরা। বৃহস্পতিবার সকালে দেশে ফিরল দল।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:১০ key status

দিল্লির বিমানবন্দরে রোহিতেরা

সকাল ৬.০৭ মিনিটে দিল্লির বিমানবন্দরে নামে রোহিতদের বিমান। সমর্থকেরা বিরাটদের দেখা পাওয়ার অপেক্ষায়।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:০৪ key status

দিল্লি বিমানবন্দরে ভিড়

রাত তিনটে থেকে দিল্লি বিমানবন্দরে ভিড়। সেখানে সমর্থকেরা পৌঁছে গিয়েছেন রোহিত, বিরাটদের স্বাগত জানাতে। সকলে অপেক্ষা করছেন বিশ্বজয়ীদের দেশে ফেরার।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৫:৫১ key status

কিছু ক্ষণের মধ্যেই দেশে ট্রফি

আর কয়েক মুহূর্ত পরেই দিল্লিতে পৌঁছে যাবে রোহিতদের বিমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন