পরিবারের সঙ্গে বিরাট কোহলি। ছবি: এক্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির সঙ্গে তাঁর পরিবারের কেউ ছিলেন না। বার্বাডোজ় থেকে একাই দিল্লি ফিরেছিলেন তিনি। দিল্লির হোটেলে বিরাটের সঙ্গে দেখা করতে এলেন তাঁর দাদা। সঙ্গে ছিল দাদার পরিবার। দিল্লিতেই বাড়ি বিরাটের।
হোটেলের বাইরে নাচ সূর্যকুমারদের। সকাল ৬টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছায় ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে এর পর হোটেলে গিয়েছেন রোহিতেরা। দিল্লির হোটেলে পৌঁছে নাচতে দেখা যায় সূর্যদের।
আপাতত ভারতীয় দল বিশ্রাম নেবে দিল্লির হোটেলে। সকাল ৯টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রোহিতদের। তার পর মুম্বই চলে যাবেন তাঁরা। সেখানে হবে বিশ্বজয়ের উৎসব। ছাদ খোলা বাসে করে ঘুরবেন রোহিতেরা।
দিল্লির হোটেলে ট্রফি হাতে পন্থ। কেক কাটবেন রোহিতেরা। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌরেরাও রয়েছেন। তাঁদের নিয়ে উৎসাহ হোটেলে। জয়ধ্বনি দেওয়া হচ্ছে ভারতীয় দলের।
দিল্লির হোটেলে আপাতত বিশ্রাম বিশ্বজয়ীদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তাঁরা। তার আগে কিছু ক্ষণের বিশ্রাম রোহিতদের। হোটেলে পৌঁছে গেল ভারতীয় দল।
ট্রফি হাতে বিমানবন্দর থেকে বেরলেন রোহিত। কাপ উঁচিয়ে দেখালেন সমর্থকদের।
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বাস রওনা দিল হোটেলের উদ্দেশে। সেখানে কেক কাটা হবে। কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দল যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে।
বিমানবন্দরে দু'টি বাস রয়েছে রোহিতদের জন্য। একটি বাসের সামনের আসনে বসে রয়েছেন বিরাট। বাস ছাড়ার অপেক্ষা করছে ভারতীয় দল। বিমানবন্দরে সমর্থকদের ভিড়। স্বাগত জানানো হল ভারতীয় দলকে।
বার্বাডোজ় থেকে পরিবারদের সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন ক্রিকেটারেরা। বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসছেন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবেরা। সঙ্গে রয়েছে পরিবার। টিম বাসে উঠে পড়ছেন তাঁরা। বিমানবন্দর থেকে চলে যাবেন হোটেলে।
বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন রোহিত শর্মারা। টিম বাসে উঠে পড়লেন তাঁরা। হোটেলে যাবেন রোহিতেরা।
দিল্লির হোটেলে রোহিতদের জন্য বিশেষ কেক। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফিও।
দিল্লি বিমানবন্দর থেকে রোহিতদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় টিম বাস।
দিল্লি বিমানবন্দরে রোহিত, বিরাটদের টিম বাস। ক্রিকেটারদের দেখা পাওয়ার অপেক্ষায় সমর্থকেরা। বিশ্বজয়ীদের এক ঝলক দেখার জন্য গত তিন ঘণ্টা ধরে বিমানবন্দরে ভিড় করেছেন ভারতীয় সমর্থকেরা।
গত শনিবার ট্রফি জিতলেও বার্বাডোজ়ে আটকে ছিল দল। সেখানে ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ ছিল। তাই দেশে ফিরতে দেরি হল রোহিতদের। বুধবার (ভারতীয় সময়ে) দুপুরে বার্বাডোজ় থেকে বিমানে ওঠেন তাঁরা। বৃহস্পতিবার সকালে দেশে ফিরল দল।
সকাল ৬.০৭ মিনিটে দিল্লির বিমানবন্দরে নামে রোহিতদের বিমান। সমর্থকেরা বিরাটদের দেখা পাওয়ার অপেক্ষায়।
রাত তিনটে থেকে দিল্লি বিমানবন্দরে ভিড়। সেখানে সমর্থকেরা পৌঁছে গিয়েছেন রোহিত, বিরাটদের স্বাগত জানাতে। সকলে অপেক্ষা করছেন বিশ্বজয়ীদের দেশে ফেরার।
আর কয়েক মুহূর্ত পরেই দিল্লিতে পৌঁছে যাবে রোহিতদের বিমান।