T20 World Cup 2024

কেন চলে গিয়েছিলেন প্রতিপক্ষের সাজঘরের দিকে? দু’দিন পর মুখ খুললেন ওয়ার্নার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পেয়ে খুশি ওয়ার্নার। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী অসি ব্যাটার। গত বারের চ্যাম্পিয়নদের বাড়তি গুরুত্ব দিতে নারাজ তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ১৮:০৮
picture of David Warner

ডেভিড ওয়ার্নার। — ফাইল চিত্র।

ওমানের বিরুদ্ধে আউট হওয়ার পর নিজেদের সাজঘরের বদলে প্রতিপক্ষ দলের সাজঘরের দিকে চলে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে এমন ভুল কী করে করলেন? ক্রিকেটপ্রেমীরাও বিস্মিত হয়েছিলেন ওয়ার্নারের কাণ্ড দেখে। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ওয়ার্নার নিজে।

Advertisement

ওমানের বিরুদ্ধে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন ওয়ার্নার। তার পর সোজা হাঁটা লাগিয়েছিলেন ওমানের সাজঘরের দিকে। সেই ঘটনা নিয়ে অসি ক্রিকেটার বলেছেন, ‘‘আসলে বিষয়টা খেয়ালই করিনি। খুব ক্লান্ত লাগছিল। কোন সাজঘরের দিকে যাচ্ছি, সেটা মাথায় আসেনি তখন। ঠিক কী ঘটেছিল, তা বুঝতেও পারিনি। শুধু মনে আছে, কেউ এক জন পিছন থেকে ডেকেছিল আমাকে।’’ প্রতিপক্ষ দলের সাজঘরের দিকে চলে যাওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই ওয়ার্নারের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পেয়েও খুশি অসি ক্রিকেটার। সম্ভবত এই বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। তাই দেশের জন্য সেরাটা দেওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না। ২০ ওভারের ক্রিকেটে ব্যাটিং নিয়ে বলেছেন, ‘‘এই ধরনের ক্রিকেটে বলের গতি কাজে লাগানোর চেষ্টা করতে হয়। টেস্ট ক্রিকেটে একই বোলার অন্য রকম বল করবে। অন্য রকম ফিল্ডিং সাজানো হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে বলের অর্ধেক ব্যাটে লাগলেও রান নেওয়ার চেষ্টা করতে হয়। এটাই দু’ধরনের ক্রিকেটের পার্থক্য।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রতিপক্ষ ইংল্যান্ড। গত বারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ওয়ার্নার। ইংল্যান্ডকে সমীহ করলেও বাড়তি গুরুত্ব দিতে নারাজ অভিজ্ঞ ক্রিকেটার।

Advertisement
আরও পড়ুন